মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

শিল্পী দত্ত


ছুঁয়েছি ভালোবেসে
   

ভালোবেসেছি তোমাকে,
শান্ত সকাল, নিঃসঙ্গ বিকাল পেরিয়ে,
দিনান্তের শেষে
জানি বাতাস হতে পারিনি,
তবুও তোমাকে ছুঁয়েছি ভালোবেসে

       হয়তো......
        

কত রাত দিয়েছে ফাঁকি,
কত স্বপ্ন গিয়েছে চোখের জলে ভিজে,
তবুও অবুঝ মন আমার
তোমার বুকেই নিজের আশ্রয় খোঁজে
কত মিথ্যা সুখের আদিখ্যেতা
কত কথার বোনা মায়াজাল
আজ যা তোমার অবহেলা
হয়ত ভালবাসা হবে কাল!

        স্বপ্ন তরী
         

যে আকাশ দেখি তোমার দুচোখে,
নীল নীলিমায় হাসে
সেই আকাশের নীল নিয়ে সাগর
তোমার বুকে ভাসে
তোমার বুকের ঢেউয়ের সাথে,
ভাসতে আমি চাই
তাইতো আমি অজানার খোঁজে,
স্বপ্ন তরী ভাসাই

      কোনো ক্ষণে
  

না বলা শব্দ করছে জব্দ,
অভিধান আজ ফাঁকা। 
কত স্মৃতি মনে ভিড় করে থাকা,
কত ভিড় তবু একা।  
কতকিছু আজ ভুলে গেছে মন,
তবু কিছু আছে মনে
ভুলে গেছে মন তুমি আপনজন,
ছিলে আমার কোনো ক্ষণে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন