মঙ্গলবার, ৯ মে, ২০১৭

বিপ্লব মিশ্র


বৃষ্টি


আকাশে মেঘ করলেই এখন
দরজা জানলা বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকি
ঘরের মধ্যে , এক চেনা আতঙ্কে

ছোটবেলায় একবার মাঝরাতে বালিশে মুখ গুঁজে
বাবা ঘরে ঢোকার পর শুনেছিলাম...
বৃষ্টির টুপ টাপ শব্দ
ভীষণ ঝড় বিদ্যুতের ঝলকানিতে দেখেছিলাম
ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠছে সমুদ্র
ঢেউয়ের ধাক্কায় একটা নৌকা টাল খেতে খেতে
ডুবে যাচ্ছে গহীন সমুদ্রে , আর
চিৎকার করে বলছেবাঁচাও বাঁচাও 

ঠিক তার পরদিন সকালে প্রথমবার
ছোটমা এসেছিল আমাদের বাড়িতে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন