বৃষ্টিধারাপাত
ভালবাসার দাবী প্রচ্ছন্ন
হয়ে
এলে
না-বাচকের পিঠে ভর
করে
ছায়ারা
উলটোরথে
চড়ে
তাকে টানতে গ্যালে
হানা দেয় বটতলার
নিচে
জমে
থাকা
অন্ধকার।
এইরকমই একটা প্রাগৈতিহাসিক
দিনে
বিদ্যুতের কোলে লালিতপালিত
হয়
গর্জন
এবং মেঘ ও
বিষাদের
নাভিমূল
থেকে
শুরু
হয়
বৃষ্টিপাত।
এ বর্ষণে ধোওয়া
যায়
না
যাবতীয়
দুঃখবিলাস
মন
নিজেকে দেওয়া খানিক
সান্ত্বনা
নিয়ে
যন্ত্রণারা ধীরে ধীরে
নদীপথে
হাঁটতে
থাকে।
পাতা থেকে খসে
পড়া
বৃষ্টিফোঁটাগুলো
জমিয়ে
আমি গুচ্ছ গুচ্ছ
রেনি
ডে-র
গল্প
লিখে
রাখি
এদিকে
হাওয়ার অনুশাসন মেনে
আমার ঘরের ভেতর
ঝরে পড়ে অবিরাম
পূর্বজন্মের
স্মৃতিবর্ষণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন