বৃষ্টিকে কলিং
১
এইমাত্র ল্যাণ্ড করেছে নমুনা কথা
আঁচিল গালে ওই মিউজিক থেরাপি দেখো
হাঁটাপথ, ফুটপাতে তুষার
তুষার রায়
গনগনে আগুন
নিভে গেলে হৃদয়ের বৃষ্টিকে কলিং...
২
শ্যাম, হোলিকে নলের ডগায় এনে
বৃন্দাবনে ছোট গাছের তলায় স্যাটায়ার হাসি
রঙিন জলের ফোঁটা ঝিরিঝিরি পড়ে, কাবুলে সন্ন্যাসী
বানিয়ে ছিলে, এম.জি মার্কেটে আসন্ন সিট বুক!
বলো কোথায় তোমার নলেন গুড়ের একরত্তি বাচ্চা
সুকান্ত
যে কোনো দিন বৃষ্টির কাছে ভট্টাচার্য নিয়ে আসেনি...
৩
সারারাত শুনলাম জলের শব্দ, শব্দের ভিতর ঘুম
মেশিনে বুনে ফেলছে, বর্ষার শোয়েটার; তাই ভালো!
একুশ শতকের অচেনা কবি লিখছে সেই কারণে,
বরফের কাছে আলাপ রেখে দূরে খাদে করি ঝুমচাষ!
আমার প্রলাপের পরিরা আসুক এই মেঘে...
যেন বলে হারিয়ে না যায়,
কচি কচি ঘাসের প্রার্থনা : রেইন রেইন গো এ্যওয়ে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন