মঙ্গলবার, ৯ মে, ২০১৭

সম্পাদিকার আঙিনায়


সম্পাদিকার আঙিনায় 


যে উদ্দেশ্য নিয়ে " সৃজন " চালু করেছিলাম তা অনেকখানি সফল এবার থেকে "সৃজন" ব্লগজিন প্রতিমাসে প্রকাশ হতে চলেছে চালু হচ্ছে নতুন নতুন বিভাগ এই কাজে সফলতা যেমন আছে, তেমনি আছে ব্যর্থতাও বেশকিছু মানুষ যাদের আগে শ্রদ্ধা করতাম, ভালবাসতাম, তারা আজ "সৃজন " চলার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে একটা কথা অনেককে বলেছি বা বুঝিয়েছি " সৃজন " কোনো ব্যক্তির একার নয়, এটা সবার আসলে নামী অনামী কবি, লেখকদের এক সাহিত্যের উঠানে আনবো " সৃজন " মাধ্যমে এটা আমার স্বপ্ন  

আমি জানি এই স্বপ্ন আপনারাও দেখেন "সৃজন" মুদ্রিত আকারে প্রকাশ পেতে চলেছে আপনাদের ভালোবাসায় সহযোগিতায় " সৃজন "-এর এই উদ্যোগ সার্থক হবে আমার বিশ্বাস  


" সৃজন " যাঁরা পায়ে ঠেলেছেন বা "সৃজন"- ধারাবাহিক ভাবে লেখা দেবেন বলেও দেননি তাঁদের জন্য "সৃজন"-এর পক্ষ থেকে অনেক শুভকামনা


অনেক পথ চলতে চাই আপনাদের সহযোগিতায় ভালোবাসায় আরও অনেক পথ বাকি এই বিভাগে প্রতি সংখ্যায় আমি থাকছি আপনাদের সাথে এই বিভাগটি রাখার একটাই উদ্দেশ্য কিছু প্রিয় অপ্রিয় সত্যকে তুলে ধরা আপনাদের সামনে কবিতার ভাষায় বলতে চাই :

মুক্ত হোক , যুক্ত হোক 
হৃদয়ের বর্ণাক্ষর 
চলতে চাই, বাসতে চাই 
আপনাদের সবার হাত আরও
চাই ...

পারমিতা চক্রবর্ত্তী 
সম্পাদিকা , "সৃজন "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন