মঙ্গলবার, ৯ মে, ২০১৭

মানস চক্রবর্ত্তী


কি শিখি                 


ক্লাস বলতে যা বুঝি তা কিছু একটা শিখে আসার জায়গা সবসময়ই যে বেঞ্চ পেতে বসে সামনে ব্লাকবোর্ড টাঙিয়ে শিখতে হবে তার মানে নেই
1) কোকিল গুরুর পাঠশালায় গান শিখি
2) পল্টুর চা দোকানে পলিটিক্স শিখি
3)  মা' পেছনে দাঁড়িয়ে রাঁধুনী বেটে রাঁধুনীর সম্বর দিয়ে কাঁচা ট্যাংরার ঝোল শিখি
এভাবেই শেখা বাড়ে !
এক লোক বাবুঘাট থেকে ব্যারাকপুরে বিনোদন লঞ্চে ডাক পেয়েছিল গ্যালো রোববার সবাই জানে সে গান গায় ভালো লঞ্চের ডেকে বসে সে যখন কালো চায়ে একচুমুক সবে দিয়েছে এক মেয়ে আর তার বয়ফ্রেন্ড এসে দাঁড়ালো এতক্ষণ কেউই তাকে খেয়াল করেনি ' মেয়েটি বোল্ল আমি মেঘা আর আমার স্বামী স্বপ্নময়  
গায়কটি  মুখতুলে দেখলো দুটি ন্যাড়া মাথা  অপরূপ - অপরূপা ওদের দিকে সবার দেখছিল লঞ্চ ততক্ষণে হাওড়া ব্রীজের নিচে ! মেঘা যখন বসতে চাইল গায়কের টেবিলে ততক্ষণে আরও কয়েকজন মহিলা এগিয়ে এলো আর গায়ককে শুভেচ্ছা জানালো  
মেঘা দেখলো সবাই তাকে আর তার বরকে আড়ে আড়ে দেখছে  এবং সে অস্বস্তি বোধ করতে লাগলো  
লঞ্চে তখন একজন কৌতুক পরিবেশন করছিলেন তাঁর মজাদার কথা শুনতে শুনতে সবাই হাসছিলো ... এমনকি মেঘাও ... এবং হাসতে হাসতে মেঘা কাঁদছিলও ! স্বাভাবিক কারণেই মহিলারা ফিসফিস শুরু করলেন এবং তখনই মেঘার কান্নার শব্দ স্পষ্ট শোনা গেলো সে তখন বিষন্ন ... বোল্ল কাল থার্ড কেমো শেষ হওয়ার পর উইগ কেনার সময় পাইনি ... আমার সঙ্গে ন্যাড়া হয়েছে ... আপনজন থেকে আমাকে ইনভাইট করেছিল ... আসলে আমার আসতে ইচ্ছে করছিল ... আপনার গান শুনবো ... মেঘার কান্না এখন প্রবল ... ! গায়ক কী বলবে কী সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছিলো না তখনই ওই মহিলারা সবাই তাদের উইগ খুলে ফেল্লেন আর  মেঘা বিস্ময়ে দুহাতে ঢেকে ফেললো তার ঠোঁট ... স্বপ্নময়ের বুকে মাথা রেখে সে ন্যাড়ামাথা মহিলাদের দিকে স্বপ্নের চোখে তাকিয়ে থাকলো
এই ক্লাস থেকে কি যেন শিখলাম এখনি !!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন