মঙ্গলবার, ৯ মে, ২০১৭

দেবাশিস মুখোপাধ্যায়


বৃষ্টি আসার পর লেখা 
.
বিকেলের অন্ধকারের দুঃখ পাচ্ছে 
ধরে নিয়েই এতো কান্না 
কোথায় কিশোর গলায় 
মেঘ হয়ে আসছে কথারা 
দরজা নৌকা হয়ে গেলে 
ভাটিয়ালি ভেঙে দেয় 
মেগা সংসারের ভাট বকা
ভেসে যেতে যেতে 
গলিপথ লিখে রাখে 
বিদ্যুৎরেখা
.
এতোটাই বৃষ্টি হয়ে আছো 
ভিজে যাচ্ছে সন্ধ্যার আঁচল
আর ভেবে নিচ্ছি একটা আশ্রয় 
নিংড়ে দিচ্ছে এক আকাশ 
ভাষাকে কারা বন্ধ জানালা করে 
দেখতে দেয় না তুমি 
কতটা সত্যিকারের দীপ জ্বেলে 
রেখেছো শরীরের কুলুঙ্গিতে
.
সঙ্গীত হয়ে উঠেছে রাত্রি 
মহাসঙ্গীত 
স্তদ্ধতার ভিতরে হেঁটে আসছে 
অন্ধকার বাজিয়ে 
চুপচোখ শুধু শুধু দেখে আর দেখে 
কিভাবে তারিফ উঠে আসে 
আর ঠোঁট ভিজে যায় 
এমনই ভালোবাসার বারিষ 
বিছানা কাঁটা দিয়ে ওঠে 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন