মঙ্গলবার, ৯ মে, ২০১৭

হাসান রোবায়েত


জুঁইয়ের ঘ্রাণ


তোমাকে নিকটে পেয়ে বুঝি
বহু আগেই জিপসিরা ঢুকে গেছে বনে
যেমন জল, খানিক ভরসা ছিল মহিষের
প্রতিদিন উনুন থেকে যেটুকু গেরস্থালি
পড়ে থাকে সূর্যরশ্মির পাশে

হাতপাখা স্তব্ধ আজ

এখনো জুঁইয়ের ঘ্রাণ ভেসে আছে টিলার উপর


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন