বর্ষামঙ্গল
~~~~~~~~~~~~~~~~~~~~
প্রতিদিন কিছু নাটুকে মেঘ জমা হয় আকাশে,
বর্ষার অজুহাতে আষাঢ়ে গল্প।
আর যারা প্রখর রৌদ্রতাপ শোষণ করে
এই অব্ধি নিয়ে এল ঘড়ির কাঁটা,
তারা প্রত্যেকে প্রতারক !
পাঁচিলের এধার থেকে খরচ হতে দেখি বর্ষাকাল।
.
অনুপস্হিত
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বৃষ্টি না। তোর অনুপস্হিতি মাপছি জলের ফোঁটায়।
তড়িদাহত হয়েও কেঁপে উঠছি না দেখে অবাক হচ্ছিস !
আসলে, আমি ফুলের আঘাতে মূর্চ্ছা যাই।
.
ভেসে যায় আদরের নৌকা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ধ্বস নেমেছে রাস্তায়।
প্রতিবার বর্ষায় ধ্বস নামে
বিধ্বস্ত রাস্তা ফিরিয়ে দেয় সোঁদা গন্ধ।
সস্তার চুন সুড়কিরা রক্তাপ্লতায় ভোগে,
প্রতিবার হত্যাকারীকে আশ্বস্ত হতে হয় মৃতের জবানবন্দীতে;
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
মীরজাফরের দেশে ঠিকঠাক ভূত হয়ে উঠতে পারে না কেউ,
ভগবান গা ঢাকা দেয় মেঘের আড়ালে;
প্রতি সেকেন্ডে বৃষ্টি ফোঁটার সমানুপাতিক জনসংখ্যা বাড়ে।
.
~~~~~~~~~~~~~~~~~~~~
প্রতিদিন কিছু নাটুকে মেঘ জমা হয় আকাশে,
বর্ষার অজুহাতে আষাঢ়ে গল্প।
আর যারা প্রখর রৌদ্রতাপ শোষণ করে
এই অব্ধি নিয়ে এল ঘড়ির কাঁটা,
তারা প্রত্যেকে প্রতারক !
পাঁচিলের এধার থেকে খরচ হতে দেখি বর্ষাকাল।
.
অনুপস্হিত
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বৃষ্টি না। তোর অনুপস্হিতি মাপছি জলের ফোঁটায়।
তড়িদাহত হয়েও কেঁপে উঠছি না দেখে অবাক হচ্ছিস !
আসলে, আমি ফুলের আঘাতে মূর্চ্ছা যাই।
.
ভেসে যায় আদরের নৌকা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ধ্বস নেমেছে রাস্তায়।
প্রতিবার বর্ষায় ধ্বস নামে
বিধ্বস্ত রাস্তা ফিরিয়ে দেয় সোঁদা গন্ধ।
সস্তার চুন সুড়কিরা রক্তাপ্লতায় ভোগে,
প্রতিবার হত্যাকারীকে আশ্বস্ত হতে হয় মৃতের জবানবন্দীতে;
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
মীরজাফরের দেশে ঠিকঠাক ভূত হয়ে উঠতে পারে না কেউ,
ভগবান গা ঢাকা দেয় মেঘের আড়ালে;
প্রতি সেকেন্ডে বৃষ্টি ফোঁটার সমানুপাতিক জনসংখ্যা বাড়ে।
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন