মঙ্গলবার, ৯ মে, ২০১৭

নন্দিনী পাল



 প্রথম প্রতিশ্রুতি
                      

অনেকদিন বৃষ্টির সাথে কথা বলিনি, তাই শুকনো আমার মুখ
এসো তোমার বর্ষনধারা নিয়ে এসো, মুছিয়ে দাও, ভিজিয়ে দাও
সমস্ত জমানো গ্লানি মাটির নীচে যা চাপা পড়ে আছে বহুকাল
গভীরে প্রবেশ করে উৎসারিত করো তার সোঁদা গন্ধ
যে বীজ রয়ে গেছে অনিচ্ছায়, 
সেও আজ ভিখারির মত তাকিয়ে আছে আকাশের দিকে 
ওকে গুড়ু গুড়ু শব্দের আশ্বাস দিয়ে চলে যেওনা মেঘ
তোমার মসীরঞ্জিত কালো রঙের কিছুটাতো ফেলে যাও
তার শরীর গলে যাক তোমার পরশে
গলিত শবের মধ্য থেকে জেগে উঠুক নতুন প্রান 
আগামী বরষায় তোমাকে ছুঁয়ে যাবার প্রতিশ্রুতি রইল
বৃষ্টি! জানি তুমি আসবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন