মঙ্গলবার, ৯ মে, ২০১৭

শুভাশিস সিংহরায়


একদিন বৃষ্টি নামে

তারপর?
একদিন বৃষ্টি নামে

অনেক গল্পের শেষে
অনেক প্রার্থনার শেষে
অন্তহীন চর্চার শেষে
একদিন বৃষ্টি নামে

পাহাড় থেকে 
বজ্রনির্ঘোষ বয়ে এনে যুবতী মেঘেরা সব
ঝরে পরে নদীর বুকে;

কৃষকের লাঙ্গল ছুঁয়ে
কৃষাণীর হৃদয় ছুঁয়ে
রচিত হয় সমাগত ফসলের ভূমিকা

যারা বৃষ্টিতে ভেজার তারা ভিজেছিল
তবু কয়েক পশলা বিরহ
কার যেন বুকের গভীরে এঁকে দেয় অন্তহীন ধারাপাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন