মঙ্গলবার, ৯ মে, ২০১৭

সুব্রত মণ্ডল



একটি বৃষ্টির কবিতা




দুটো সেতু ভেঙে বালি হয়ে যাচ্ছে আকাশ
বালিশে বাস্পমোচন তখন ঘড়ির কাঁটার মত
কিছু জলমিশ্রিত চুমু 
চুমুকে তুলে নিচ্ছে দূরত্বের হিসাব 
আগুন নিভে গেলে শুরু হয় অগ্নিপরীক্ষা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন