বুধবার, ১৪ জুন, ২০১৭

অনুপম দাশশর্মা


সেই দৃষ্টি
..........
যতদূর যায় নজর দেখে গেছি রোজ
উপরে তাকিয়ে দেখেছি যদি
চোখে পড়ে এক চিলতে সাদা মেঘ
পাইনি......
জমিতে যে জলবিন্দু পড়ে তা তো সব
শুষে নেয় না ধরণী
কিছু কিছু ফোঁটা ফিরে যায়
চোখের আলয়ে
.
সেই তেমন কোন চোখ অবয়বের
আড়ালে থেকে গেছে বহুদিন
তাকাই আকাশে, যদি ভেসে যাওয়া
কোন মেঘের টুকরো আকার নিয়ে নেয়...
ফিরে কি পাবো না আমার আত্মা ছোঁয়া
সেই দৃষ্টি...

দৃষ্টিপাতের সংকেতে  
........................... .
তেমনভাবে পড়েনি চোখে চোখ
দেয়নি ডাক তেমন সকাতরে
বইছে বাতাসে ছাইচাপা যত শোক
হয়নি ডাকা কোন নিভৃত বাসরে
.
হাওয়ায় হাওয়ায় ঘনিয়ে ওঠে শব্দ
হিসেব-খাতায় তুলাদন্ডের মুখ
জ্যোৎস্নাখচিত ডাইরির পাতা বলে
ভাব সুমদ্রে ডুব দে না উজবুক
.
ডুব দেবে কী ডুবেছে যখন মন
চোখের কোলে তখনি বাবুই দল
বাসা বেঁধেছে নজর-চিহ্ন গুণে
দৃষ্টিপাতের সংকেতে অবিচল

একান্ত আহ্লাদ  
................. .
দহনকাল অবুঝ বড়, বড়ই উন্নাসিক
দগ্ধ দুপুরে জানলা দিয়ে তাকালে
ঝাঁ ঝাঁ রোদ্দুরের সাথে আগের মত
আর আসে না পাশে 'রুবি রায়'
.
জোর করে মনে করি কলেজ করিডোর
দোলান খোঁপার সেই সবুজ চঞ্চলতা
পুরোনো ডাইরির পাতা ভাঁজ খুলে
দেখতে থাকি হলদে হয়ে যাওয়া
একান্ত আহ্লাদ...
.
এখন যেন বড্ড বেশী নিশাচর পথিক
নিঝুম রাতে আ্যলজোলামে পেয়ে যাই
বাহুলগ্নার আতিশয্য
.
প্রতিটি শ্রান্ত বিকেলে প্রেমিকার মত
আচরন করে শুধু লেখনীর অভ্যেস


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন