বুধবার, ১৪ জুন, ২০১৭

জয়ীতা ব্যানার্জী গোস্বামী


উপহার 
-------------
সদরদরজায় তোর পায়ের শব্দ....
আমার তখন বেঘোর রাত
অ্যালপ্রাজোলাম ? হ্যাঁ ঠিক বলেছিস
নিমেষে নেই হয়ে যাওয়ার ম্যাজিক জানা নাম
নামের কথায় মনে পড়লো ....কেমন আছে সূর্যতপা ?
আলোবেলায় আমার কথা হয় ?
বৃষ্টিবিকেল .....বারোয়ারি রাত ....বলিস সেসব মিথ্যেযাপন ?
সন্ধের আগেই ছবিটা শেষ করেছি ....জানিস 
আকাশ মিলিয়ে রঙ ভরেছি ....ঠিক যেমনটি তোর চাই
তোকে দেওয়া আমার শেষ উপহার.......
বাকিটুকু রইলো এই ধূসর চারদেয়ালের ক্যানভাস জুড়ে
দৃষ্টি আমার জড়িয়ে আসছে আরও....
ভোরের আগেই দৃশ্যটা খানিক এইরকম .....
সদরদরজা উপচে পড়ছে আলোয়...
রজনীগন্ধা .....ধূপ .....তুই .....
আর বন্ধ দুচোখে তোকে দেখার সাধ....
উপহারের গায়ে লেখা " তোমার নিশিগন্ধা "


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন