বুধবার, ১৪ জুন, ২০১৭

তাপসকিরণ রায়





কাটাকুটি

তুমি আছো,  
অভ্যাসের মাঝের তুমি কতটা আছো ?
তোমার কাটাকুটি খেলায় চরিত্র প্রতিফলিত হচ্ছে।   
বেশ্যা
বেশ্যার বুকে মা জন্ম নিচ্ছে
এক ছিদ্র দিয়ে সহস্র সৌরালোক প্রবেশ করে যাচ্ছে।
পথিক
বাঁচার জন্যে এই পলায়ন--আমদের যাযাবর বৃত্তি।
ভ্রাম্য জীবনে তুমি পথিক
নাম থেকে তুমি যত দূরে থাকো,
তবু সজ্জা বেশবাস তোমার সান্নিধ্য।

পেগ

কিছুটা স্বাভাবিক
এক পেগ নিলে তোমার লাল চোখ
নরম বৃত্তিগুলি মরে যাচ্ছে
সবুজ ঘাসে
আর তুমি মাথা রেখে ঘুমাতে পার না।

পকেট

কিছু জল নিয়ে কেলি করি
পতিত ছায়াগুলি ঢেউয়ে কেঁপে ওঠে
ছায়াছবি তুমি এঁকেছ
উড়ে গেলে একটা বুক পট
পকেট খুলে আমি যা যা পেতে পারি
তার কল্পনায় একটা প্রেম পত্র ধরে নিই।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন