বুধবার, ১৪ জুন, ২০১৭

শাঁওলি দে

দৃষ্টি 
      
 একটু একটু করে চোখের সামনে থেকে অন্ধকার সরে যাচ্ছে . . .আবছা আবছা দিনের আলোমনের ভেতর তীব্র আশঙ্কা অথচ কী গভীর উচ্ছ্বাস!আশা নিরাশার দোলাচলে আজও বেঁচে থাকাএকটা সময় এমন ছিল যখন বেঁচে থাকার জন্য বাঁচার চেষ্টা করতে হত না,আজ সব কিছু অন্যরকমএই অন্যভাবে থাকতে থাকতে যখন অন্যভাবে থাকাটাই অভ্যেস হয়ে গেল তখন ঠিক তখনই কী নিদারুন ভাগ্য পরিবর্তনের গল্প!সত্যিই কি তাই!নাকি এও এক অলীক স্বপ্নের পেছনে ছোটা?এখন যে রাতের সাথেই বড্ড বেশি ভাব ভালবাসা ,সহ্য হবে তো দিনের এই ঔজ্জ্বল্য? নাহ্আনন্দ হচ্ছে না এতটুকুও. . .শুধু বুক জুড়ে এক অজানা অচেনা ভয়একেই কি বাঁচার আকুতি বলে?না মৃত্যুকে আলিঙ্গন!দুচোখ দিয়ে গড়িয়ে পড়ছে অজস্র জলের ধারা . . .তোমরা যাকে কান্না বলে ডাক চোখের সামনে একে একে ফুটে উঠছে সব স্বজনদের পূর্ব পরিচিত মুখ যেন গত জন্মের থেকে উঠে আসাসত্যিই কি তবে দৃষ্টি ফিরে এল . . .!
 এবার কি তবে নতুনভাবে পথচলা শুরু অবলম্বন ছাড়াই . . .






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন