বুধবার, ১৪ জুন, ২০১৭

মঞ্জু ব্যানার্জী রায়

শুভদৃষ্টি 
মা সকালে সবুজ দেখাতো  
পুঁটি , মৌরলা  খেতে শেখাতো
ধ্যাবড়া করে কাজল পরিয়ে 
চোখ দুটো উজ্জ্বল করতো
আমি পারিনি ভোর দেখাতে
বিড়ালের চোখ দেখিয়ে মাছ বেচেছি
দেয়ালে চশমা  ঝুলছে
গ্রাফিক্সে রঙ চিনেছে
বাবা রাতে তারাদের চেনাতো
মনে আছে  ধ্রুবতারা
আঁকা প্রতিযোগিতায় আকাশের রঙ
যেদিন কালো করেছিলাম
বাবার বকাতে কাজল গলে মাখামাখি
মায়ের সাদা আঁচল কালো হয়ে গেছিল
বহু দিন বাবা নেই
বাবা থাকলে জেনে  নিতাম
মাথার উপর কালো আকাশ চিনিয়েছিলে
কেনো কালো মাথা চেনালে না ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন