বুধবার, ১৪ জুন, ২০১৭

দীপাঞ্জন মাইতি


দৃষ্টি
    

ভোরের গায়ে গভীর আঁচড়..
             উষার রং এ মেশে,
রোজ ঠকে যায় জুঁই শিউলি মিথ্যে ভালোবেসে,
ফুল কুড়িয়ে ক্ষান্তি নেই কুঁড়ির শিকারি রাত,
দশ বারো নয় আকাশ এখানে মাত্র
              রোজের দুহাত।
শিশিরের গায়ে সোঁদা ঘাসের
             আঁশটে গন্ধে বিষাদ,
মুঠোয় আবদ্ধ শীৎকার চেরে প্রচণ্ড আর্তনাদ;
মৃত শহরে মৃত মানুষের ভিড়
যাবৎকালের গল্প,
এই আছে এই নেই জীবনের দৈর্ঘ্য বড্ড অল্প।
যে আঁচে পোড়ে নি নিজের ঘর
প্রাণে বরাবর দুর্বল তার স্মৃতি,
শিরায় শিরায় ছড়িয়েছে কোনো আজানা বিশেষ ভিতী...
শাস্তি! শাস্তি কিসের? শাস্তি কেমন? অপরাধ বনভোজন?
প্রশ্ন করার ইচ্ছে থাকলে.. ঝালিয়ে নেবেন ওজন।
মুছিয়ে দেবে সব যন্ত্রণা.. বহু যুগ বাকি..
হয় নি তেমন বৃষ্টি,

নির্জন দেখ বৃথা তবু ঐ সাক্ষী  - আর্ত শূন্য দৃষ্টি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন