বুধবার, ১৪ জুন, ২০১৭

রাহুল গাঙ্গুলী



শামুকনামা
---------------------------------------------

ভারী নিকোটিনে গাঢ়ত্ব বাড়ে।ততোটা কথা
যতোটা জাহাজ নেপথ্যে অভিমান।
শেষ বোঝাপড়ায় ভালোবাসা থাকুক
মাড়ানো ঘাস।বড্ডো আততায়ী বিষয়ক

শিশিরে ভেজা কাগজ।কবিতা
নাহ।আপাতত কোনো পরিচয়ের সম্ভাবনা নেই
অলস রাজপুত্র যেমন চুলোয় যাওয়া প্রেম
ইতিউতি আড়ি হলে।নিষিক্ত ফুলেল পর্দা

ফিরতে হবে।অথচ তাড়াহুড়ো নেই
হাসনুহানার যখন তোমার খোঁপায় তোড়জোড়
মিথ্যে বলছি।চূড়ান্ত প্রেমিকের শাস্তিই অনিবার্য
সমুদ্র ফুটিয়ে তুলে রাখা আগামীর ঘাম

প্রথাগত শরীর মানছি না আপাতত।
তবুও শারীরিক প্রশ্রয়।চাঁদতাপ ভাবাচ্ছে
বেঁচে থাকাও এরকম অদ্ভুত স্পর্শিল
তুলনায় তোমার নেলপালিশ আরো

কৃষ্ণপক্ষ উপহারে দিলে।জানি ক্ষমা নেই
অপরাধটাই জ্যান্ত থাকুক।দুজনেই চাই
-টো কাঠের প্রজাপতি।বিছানায় আদিম
হয়তো এমনটাই পরস্পরবিরোধী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন