সোমবার, ২১ জুন, ২০২১

তপন কুমার বসু

                          






ভেজাল


    এবারে বর্ষাটা বেশ ভালই পড়েছে। তার ওপর গত ৩/৪ দিন ধরে বৃষ্টিটা হয়েই চলেছে। মাঝে মাঝে যা একটু বিশ্রাম দিচ্ছে।
   কিন্তু পরিমলকে আজ একবার বেরোতেই হবে। বৃষ্টিটা একটু থামতেই পরিমল বেরিয়ে পড়ল নিজের কাজে। হাতিবাগানের কাছে এসে বৃষ্টিটা আবার জোরে এল। উপায় কিছু না পেয়ে একটা গাড়ি বারান্দার নীচে আশ্রয় নিল। মনে মনে ভাবল আপাতত এখানেই আশ্রয় নেওয়া যাক। কিন্তু নাঃ। এখানেও আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না।
     হঠাৎ মনে পড়ে গেল এখানেই তো দু-একটা গলি পরেই তো পাড়ার খুকুদির বিয়ে হয়েছে। এক দৌড়ে সেখানে হাজির হয়ে দেখে খুকুদি খাটের ওপর বসে আলুর চপ মুড়ি খাচ্ছে।
     আমার সঙ্গে চোখাচুখি হতেই মোটামুটি খবরাখবর নিয়ে একগাল হেসে বলে ঠিক সময়েই এসেছিস। আয়, দুটো গরম গরম আলুর চপ খা।
    তেলেভাজা খাওয়া আমার নিষিদ্ধ। খুকুদির অনুরোধ প্রত্যাখ্যান করে বললাম এই ভেজালগুলো কি না খেলেই নয়। জান, এগুলো কি তেলে ভাজে ? এই ভেজাল জিনিসের প্রতি আসক্তির জন্যই দেশটা ভেজাল জিনিসে ভরে গিয়েছে। 
  আমার কথাগুলো খুকুদি রুদ্ধনিঃশ্বাসে শুনছিল। আমি থামা মাত্রই খুকুদি আঁচলে মুখ চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল।
  আমি এই পরিণতির জন্য প্রস্তুত ছিলাম না। আমতা আমতা করে বললাম খুকুদি কিছু মনে কোরো না। তেলেভাজা যে তোমার এত প্রিয় তা জানতাম না।
   খুকুদি চোখ থেকে আঁচল সরিয়ে বলল, না ঠিক তা নয়। বাজারে ব্যাপক ভেজাল চলছে বলেই তুই আজ আমাকে এই পোশাকে দেখতে পারছিস।
  খুকুদির কথাটা ঠিক বোধগম্য হল না। বললাম, তার মানে?
    খুকুদি চোখ মুছতে মুছতে বলল, আর বলিস কেন। গত রবিবার তোর জামাইবাবুর সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়। তোর জামাইবাবু প্রবল চীৎকারে ঝগড়া করে ঢকঢক করে এক শিশি আইডিন খেয়ে চুপচাপ শুয়ে পড়ল। কিন্তু বেশিক্ষণ সে খবর চাপা থাকল না। পাড়ার ছেলেরা জানতে পেরে সোজা নিয়ে গেল হাসপাতালে।
   বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল। পাড়া প্রতিবেশীরা বাড়িতে এসে সব ভীড় করেছে। ঠিক সেই সময়ে খবর এর আইডিনে ভেজাল থাকার জন্য জামাইবাবুর কোনো ক্ষতি হয়নি। বহাল তবিয়তে জামাইবাবু বাড়ি ফিরে আসছে।
   খুকুদি একনিঃশ্বাসে কথাগুলো বলে বলল, বল আইডিনে ভেজাল ছিল বলেই তো বৈধব্যের
হাত থেকে রক্ষা পেলাম।
  নিজের অজান্তেই বলে ফেললাম ভাগ্যিস!!
বাইরে তখনও বৃষ্টি পড়ে চলেছে।

২টি মন্তব্য:

  1. বাহ্ দাদা,বেশ লাগল,বিষয়বস্তু অভিনব। এমন আগে কোথাও পড়েছি বলে মনে পড়ে না।

    উত্তরমুছুন
  2. হ্যাঁ। সত্যিই সুন্দর টুইস্ট।

    উত্তরমুছুন