সমন্বয়
যাপন
দুকূলেই ভাঙছে
পাড় আমাদের যাপন নদীতে
যাপন হাওয়ায় চূড়ান্ত
হচ্ছে নীল,
শূন্য শূন্য নেশায়
বুঁদ হাওয়াদের ভেতর
একটানা রোদ এঁকে
চলেছে মনকেমন ।
আমাদের ঘরের ভেতর
একটা ভেজাল সময়
আছড়ে পড়ছে,
দিন দিন আমাদের
মনের মুখোশ থেকে
ফুরিয়ে যাচ্ছে
মানুষ হবার দায় কিংবা
আমাদের যাপনদৃশ্য
থেকে
হারিয়ে যাচ্ছে
ভালোথাকার অভ্যাস ।
ফলত অনুকূল হাওয়া
বইছে না,
রংতুলিতে হাসছে
না শৈশব ।
অথচ পাটাতন ছুঁয়ে
নেই ভাঙা চাঁদ ।
ফলত আমাদের ভাবনায়
হিন্দু হিন্দু গাইছে
ফলত চুপচাপ আগলে
আছি সমন্বয় যাপন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন