শিকড়
ইচ্ছা করলেই কি শিকড় ছড়ানো যায়!
মাটির মধ্যে বালি কাঁকরও
জানতে চায় শিকড়ের ভাষা ও ধর্ম।
মধ্যরাতে রেল পট্রির তলা থেকে
ধারালো দাঁতের ধেড়ে ছুঁচো গুলো
মাটি খুঁড়ে খুঁড়ে এগিয়ে এসে
ঘাড়ে নিশ্বাস ফেলে বলে__
তুঝা নাও কায়ে? তুঝা নাও কায়ে?
জানতে চায় শিকড়ের ভাষা ও ধর্ম।
মধ্যরাতে রেল পট্রির তলা থেকে
ধারালো দাঁতের ধেড়ে ছুঁচো গুলো
মাটি খুঁড়ে খুঁড়ে এগিয়ে এসে
ঘাড়ে নিশ্বাস ফেলে বলে__
তুঝা নাও কায়ে? তুঝা নাও কায়ে?
দাদার স্টেশনের গা ঘেষে বেড়ে ওঠা
বুড়ো গাছটা আজও তাই
হাওড়া মেল বা গীতাঞ্জলি দেখে
দুলে ওঠে। দু'হাত বাড়ায়।
বুড়ো গাছটা আজও তাই
হাওড়া মেল বা গীতাঞ্জলি দেখে
দুলে ওঠে। দু'হাত বাড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন