বুধবার, ১৪ জুন, ২০১৭

শ্যামলী সেনগুপ্ত


   তৃতীয় নয়ন

 
আমার একচোখে বৈরাগ্য
   অন্য চোখে কামনা- -
 
অবাধ ইচ্ছেগুলি রাত জাগে
একটি গাছের জন্য
শামখোলের ডানা ঝাপটানির সঙ্গে
কামনাঘন চোখটিও সন্ধানে থাকে
এক মন্ডলাকার সংখ্যাতত্ত্বের জন্য------
শূন্যের পর শূন্য বসিয়ে
কুবেরের সঙ্গে পাশা খেলার ছলে
অন্য চোখটি চিঁড়ের ছালা খোঁজে
গাছতলায়
ঠিক তখনি 
মহাস্থবীর চেতনায় 
বুঁজেযায় ঈশ্বরীর তৃতীয় নয়ন
             
               লজ্জা
             
  
এখন কৃষ্ণচূড়া
   
এখন লালিগুরাস
চোখ বুঁজলেই রক্তের তারল্য
   
গাল ছুঁয়ে
    
বুক ছুঁয়ে
খুঁজেনেয়  অরণ্য-বিলাস- - -
        ~~~~~~~
          গেরস্থ
        ------------
লোকটি হাঁটছে।
তার দু'চোখে  ভাতের ছায়া- - -
দুপুর ঘুরেযাচ্ছে পশ্চিমে
লোকটির বৌ
দরজার পাশে,
আরেকটি দরজা হয়ে
 
সূর্য মাপছে
    
     বিভ্রম

যতদূর অক্ষিগোলক
ততদূর ছায়া ছায়া রঙ
দূরের আভাস------
যতদূর ছায়ারাও  ছায়া ফেলেযায়
ততদূর দৃষ্টিবিভ্রমে,
মরীচিকা তৃষ্ণার্ত হয়- - -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন