বুধবার, ১৪ জুন, ২০১৭

রীতা ঘোষ



ক্লান্ত পথিক ও নদীর বাতালাপ
---------------------------------------
প -- নদী , তুমি যাচ্ছো কোথায় ? সাগরের কাছে ?
ন -- সাগর তো দুচোখে , আমার সাথেই আছে ।
প -- নদী ! ভীষন পিপাসী , আমায় জল দেবে ?
ন -- আঁজলা ভরে তুলে নিও , নামতে গেলেই ডুবে যাবে
প -- নদী , তোমার ঢেউ নেই ? এতো শান্ত কেন ?
ন -- তুফান বুকে ঢেউ তোলে , গভীরতা জানো ?
প -- নদী , তুমি আমার হবে ? ভালোবাসবো ...
ন -- শুনে শুনে শ্রান্ত আমি , বয়েই যাবো ।
প -- নদী , এতো ফুঁসছো কেন ? কাঁদছো বুঝি ?
ন -- আবর্জনার যন্ত্রণা , দাঁড় বাইছে মাঝি ।
প -- নদী ! আমার কাছে এসো , আদর করি ।
ন -- দুদন্ড পাড়ে বসো , গল্প করি ।
প -- নদী , তোমার এতো স্রোত ? ছুঁয়েছি যেই ...
ন -- ছলাৎ ছলাৎ বান এসেছে , ভাসিয়ে নেই ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন