পুণ্য-মৃত
-----------------
অচল স্মৃতিরা পরিব্রাজকে
মমি হওয়া গন্ধরা বাতাসে বাতাসে
অভ্যস্ত সিস্টোল-ডায়াস্টোল
যন্ত্রণার অসম্পৃক্ত দ্রবণে
একফোঁটা বিষ অপেক্ষা
সম্পৃক্ত হবার ...
হেমলক রসায়ণে ভেজা
সব স্বরবর্ণ ব্যাঞ্জনবর্ণেরা।
দাবীহীন এঁটো পৃথিবীতে
অন্ধ ভিক্ষুকের ফুটো থালায়
আজন্ম লালিত নীল শব্দেরা
এপিটাফের পাথুরে শরীরে
অনিমিখ লিখে চলে জড় কবিতার স্তূপ।
হায়!দৃষ্টিহীন আমি আজও বিশ্বাস করি
সেই স্তূপাকার পুণ্য-মৃত মহাকাব্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন