বুধবার, ১৪ জুন, ২০১৭

মমতা ভৌমিক




পূর্বরাগ...

সে চাহনিতে আমার পূর্ণ অবগাহন
আর আমি শিহরিত হই রন্ধ্রে রন্ধ্রে!
বিকশিত হয়ে ওঠে হৃদয় শতদল
কোনো এক অমোঘ চিরাচরিত মন্ত্রে।
অব্যক্ত যন্ত্রণার অনুভূতি ছড়িয়ে পড়ে
আমার শিরায় উপশিরায় স্নায়ুতন্ত্রে।

দুরে নক্ষত্রখচিত আকাশ থেকে
নেমে আসে ব্রীড়ার কৌশিক জ্যোৎস্না
বাঙ্ময় পৃথিবী পল গোনে স্বহস্তে উন্মোচনের।
উন্মুখ প্রতিটি প্রকোষ্ঠ প্রতিটি বাতায়ন
শতাব্দীর উষ্ণতা বুকে নিয়ে
পড়ে থাকা বালুকারাশির মত অপেক্ষমান

উচ্ছসিত ঊর্মিমালার অস্ফুট উচ্চারণের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন