বুধবার, ১৪ জুন, ২০১৭

বিশ্বজিৎ দাস

অন্তরদৃষ্টি

চশমার উপরিভাগে অসংখ্য কালো দাঁত
তোমাকে খুলে নিচ্ছে স্বাগত জানানোর ভাঁজে

তুমি অক্ষম| উপায়হীন হয়েই
বুঝলে না জগতের সব আলো নিভিয়ে
পিঠ ব্যাগে হাত রেখে খুঁজে চলেছে দৃষ্টি...

ম্যানুয়াল
সব ব্যথা ধূয়ে মুছে
এগিয়ে দিচ্ছে স্ট্রবেরি উন্মাদনা
তুমি দেখছ, নিরাপত্তার ভোর ছেলে-মেয়ে হয়ে গেছে

পড়শি
স্বামী বিয়োগ
তোমাকেই চক্ষুদান করে; নিজেদের বন্ধক রেখে!

শ্যামবাজারের মতো স্বামী হলে
স্বীকৃতিটুকু চোখে পড়ে না! একটা লোক

পুকুরের পাড়ে কলা গাছ লাগায়
বছরে বছরে সন্তানরা দেখে রবীন্দ্র সদন ফুটপাত

আপনারও দ্বায়িত্ববান মাননীয়
কোনো এক দিন ছেড়ে গেছে
ওকে এখন ডাকুন, আলাপ করুন
শ্যামবাজারে একটা চায়ের দোকানে বসিয়ে বলুন


তোমার হাত ধরে পাঁচমাথা পার হওয়া ভীষণ বিপদজনক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন