রবিবারের কবিতা
ভালো থাকার হলুদ পোষ্ট কার্ড নেই/
ঠিকানাও নেই...
#
বিষাদ ইনবক্স...
মা
বাবার মৃত্যুর পর মাকে একা থাকতে দেখি। দেখি চুপচাপ হয়ে গেছে ব্যর্থ প্রেমিকার মতো। দেখি সব ভুলে যায় ইদানীং। বাবার ছবি মায়ের ঘরে টানানো। ফুল দিয়ে রাখেন চরনের কাছে,সাথে ধূপকাঠি...নকুলদানা।
#
মায়েরা মূলত সেবা করতে ভালোবাসেন।
#
মায়েদের সেবায় ছবিও
জীবন্ত হয়ে ওঠে...
ধর্ম
পাখি উড়তে থাকলে সুন্দর লাগে
আর উড়তে উড়তে অদৃশ্য হয়ে গেলে
তাকেই কেউ কেউ শূন্যতা বলে।
#
আসলে এ তো শূন্যতা নয়
আবার হারিয়ে যাওয়াও নয়
#
এ হলো পাখি ওড়ার ধর্ম।
চিত্র - জয়ন্ত চক্রবর্তী
ভালো থাকার হলুদ পোষ্ট কার্ড নেই/
ঠিকানাও নেই...
#
বিষাদ ইনবক্স...
মা
বাবার মৃত্যুর পর মাকে একা থাকতে দেখি। দেখি চুপচাপ হয়ে গেছে ব্যর্থ প্রেমিকার মতো। দেখি সব ভুলে যায় ইদানীং। বাবার ছবি মায়ের ঘরে টানানো। ফুল দিয়ে রাখেন চরনের কাছে,সাথে ধূপকাঠি...নকুলদানা।
#
মায়েরা মূলত সেবা করতে ভালোবাসেন।
#
মায়েদের সেবায় ছবিও
জীবন্ত হয়ে ওঠে...
ধর্ম
পাখি উড়তে থাকলে সুন্দর লাগে
আর উড়তে উড়তে অদৃশ্য হয়ে গেলে
তাকেই কেউ কেউ শূন্যতা বলে।
#
আসলে এ তো শূন্যতা নয়
আবার হারিয়ে যাওয়াও নয়
#
এ হলো পাখি ওড়ার ধর্ম।
চিত্র - জয়ন্ত চক্রবর্তী
সঞ্জয় ভাল লাগল।
উত্তরমুছুন