মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

যুগান্তর মিত্র




*ঈশ্বর বিষয়ক সনেট*




সপ্তাশ্ব নামের এক ঈশ্বর আমার বাড়ি থাকে।
তার কাছে জমা রাখি নিজস্ব স্বপ্ন আর ভ্রম।
সকাল সন্ধ্যায় দেখি নম্র হাওয়ার মতো তাকে,
ঘিরে রাখে চারিদিকে তথাগত আলোর আশ্রম।
আমি তাকে পুত্র বলি, সে আমাকে পিতা বলে ডাকে।
কখনো বিপ্রতীপে উল্টে যায় সে ডাক মোক্ষম।
বিশ্বচরাচর জুড়ে আলোর গুঁড়োর ফাঁকে ফাঁকে,
ঝুলে থাকে অন্ধকার, গলে পড়ে ভালোবাসা-মোম।

কখনো সে পিতা হয়, আমাকেই পুত্রসম বোধে
দুহাতে আগলে রাখে, সে যেন একাই সব্যসাচী ;
ঘিরে রাখে রাত্রিদিন, নিরন্তর আপদে বিপদে।
পিতাপুত্র পুত্রপিতা নির্ভার হয়ে আমরা বাঁচি।
পুত্র আর পিতা যদি এক ব্যক্তি, এক আত্মগত,

জগতে আনন্দযজ্ঞে গ্রহতারা জ্বলে শত শত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন