রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

অণুশ্রী ভট্টাচার্য্য মুখার্জী



সেদিন কোনো আর উত্তর এলো না 
তাই আর কিছু বলার আর প্রশ্নই যে উঠলো  না 
মনের কোনে জমে থাকা মেঘ থেকে 
বৃষ্টি হয়ে ঝরার ইচ্ছে ছিলো তোমার বাগানে 
হটাৎ নিজের অজান্তেই নিয়তির
দমকা হাওয়া উড়িয়ে নিয়ে গেলো মেঘ টাকে 
বৃষ্টি হয়ে ঝরা হলো না আর তোমার বুকে 
তোমার আমার মিথস্ক্রিয়ার ফসল হয়ে রয়ে গেলো 
এই সবুজ অভিমান 
কিন্তু এই সিক্ত মন আজ যে  বড়ো ক্লান্ত 
তাই হয়ে যাক্ এই অভিমান ফিকে 
যাক্ না এই মেঘ টা কেটে 
সোনালী অরুনোদয় হোক্ আবার আমাদের ভালোবাসার 
সবুজ অভিমান নয় 
রক্তিম ভালোবাসা হোক্ 
তোমার আমার মিথস্ক্রিয়ার ফসল .....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন