রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

সম্পাদকীয়



"তোমার বুকের ’পরে আমাদের পৃথিবীর অমোঘ সকাল;
তোমার বুকের ’পরে আমাদের বিকেলের রক্তিল বিন্যাস;
তোমার বুকের ’পরে আমাদের পৃথিবীর রাত:
নদীর সাপিনী, লতা, বিলীন বিশ্বাস।"

এমন কিছু বিশ্বাস ও প্রতিশ্রুতি নিয়ে " সৃজন " যাত্রা শুরু ৷ যেমন দিনের পর রাত , গ্রীষ্মের পরে বর্ষা , লালের পরে নীল তেমনই সৃজনের আগমন ৷কুয়াশা মাখা ভোর সরিয়ে একঝাঁক রোদ্দুর সাথে নিয়ে বিগত ৩১ ডিসেম্বর  " সৃজন " পথ চলা শুরু করেছিল ত্রৈমাসিক ভিত্তিতে ৷ বিপুল পাঠকের  চাহিদা , ও  " সৃজন " কবি , লেখকদের অনুরোধে  মাসিক ভাবে প্রকাশ হতে শুরু করে জুন ২০১৬ পর থেকে ৷সৃজন  "সৃজন২০১৭ " সম্মান প্রদর্শন করছে ৬ জন কবি/লেখক বন্ধুদের, যারা ধারাবাহিক ভাবে  লিখে গেছেন সারা বছর ধরে  ।  " সৃজন " এই মানুষদের সম্মানিত করতে পেরে গর্বিত ৷ 
" সৃজন সেরা সম্পাদক " সম্মান পাচ্ছেন 
ফাল্গুনী মুখোপাধ্যায় এবং 
" সৃজন ২০১৭" সম্মান পাচ্ছেন 
অনিন্দ্য রায়,যুগান্তর মিত্র,ভজন দত্ত,জয়তী রায়,চয়ন ভৌমিক,চন্দ্রাণী বসু,তুষ্টি ভট্টাচার্য , অর্ঘ্য দত্ত

একই সঙ্গে "আমার সৃজন"পত্রিকার দ্বিতীয় ও পাগল সংখ্যা প্রকাশ হতে চলেছে ।  পত্রিকার মুদ্রিত ও অনলাইনে মাধ্যমে " সৃজন" অনেক বেশী সংখ্যক মানুষের কাছে পৌছাক এটা আমাদের উদ্দেশ্য ৷ ইতিমধ্যে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে যার সদস্য সংখ্যা ১৯০০ ৷ " শব্দের হাতেখড়ি "  আপনাদের খুব পরিচিত একটা গ্রুপ হয়ে উঠেছে ৷ বিগত দিনে এই গ্রুপ সাহিত্যের অন্যতম গ্রুপ হয়ে উঠবে এটা আমার বিশ্বাস ।


আর যদি না আসো তবে ফুটন্ত জলের বাষ্পে মিশে থেকো 
প্রতিদিনের অভ্যাসের মত 
তোমার অভাব বুঝি আজকাল 
কেমন যেন নীলাভ ভোর হয়ে আসে গাছের পাতাগুলি 
নিজের চুলের মৃদু ঘ্রাণের মত বিকাল গড়ায় 
তারপর আসে অসংখ্য পরিযায়ী পাখি পূর্ণিমার তিথিতে

হয়ত বা আবার দেখা হবে 
চোখে লাট্টুর মত জানলা তার মাঝে সবুজ খড়খড়ি
উড়ন্ত বাতাসের ঠোঁটে চুম্বন করতে করতে 
কিছু কবিতার কথা বলা হবে

শিশুদের তরল আহার্যের মত তোমার হারিয়ে যাওয়াটা  বড় সত্যি ছিল সেদিন
তবু 

ফুটন্ত জলের বাষ্পে মিশে থেকো

আপনাদের হারিয়ে যেতে আমরা দেবনা কোনভাবেই ৷ ভালোবাসায় থাকুন ,সৃজনে জড়িয়ে থাকুন । " সৃজন ২০১৮ সম্মান " কারা পাবে তার জন্য আপনাদের সৃজনের সাথে আরও বেশী ভাবে থাকতে হবে সারা বছর ধরে  ৷



সম্পাদিকা 
পারমিতা চক্রবর্ত্তী
 ২৩ , বিপিন গাঙ্গুলী রোড , কলিকাতা -৩০
দমদম
পো+ অফিস : ঘুঘুডাঙা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন