রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

দীপ রায়


এক পংক্তি স্নায়ুতাপ


(১০৯)
জোনাকি জানে টুনিআলো এক প্রতিবেশী রাষ্ট্র

(১১০)
কাজল টানে দু-চোখের গতিরেখার শৃঙ্খল

(১১১)
বাথরুমের কলগুলোর গা সওয়া হয়ে গেছে উপচে পড়ার বদঅভ্যেস

(১১২)
কর্পরেশনের ভ্যাট থেকে শিখি প্রকৃত সাম্যবাদের পাঠ

(১১৩)
যেকোনো চায়ের দোকানের সসপ্যানে মিশে থাকে বিশ শতাংশ কোলাহলের উত্তাপ

(১১৪)
ঠাণ্ডালড়াইয়ের রেশ বৃদ্ধ সাইনবোর্ডগুলোকে কুরেকুরে খায়

(১১৫)
অনিশ্চচিত সদা নম্র ও মিতবাক

(১১৬)
ডিভাইডার চিরে ভাগ হয়ে যায় কেন্দ্রচ্যুত চলাচল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন