রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

সুজাতা বন্দ‍্যোপাধ্যায়


দোসর
সুজাতা বন্দ্যোপাধ্যায়
স্মৃতির অন্তঃস্থলে আজ ইমনকল্যানের সুর
বিবাগী বাতাস জানান দেয়
শৈশবের দোসরের আগমনবার্তা

অপেক্ষার অন্তে সমাহিত দুই প্রান
জীবন যজ্ঞের আহুতিতে
সমর্পিত আশ্রিত

মহাকালের মন্দির মাঝে প্রতিশ্রুতিবদ্ধ
্যানস্থ দুই দোসর ছন্দিত
বিভোর একাত্মার মাঝে

কবিতা২
ঘুর্ণন
সুজাতা বন্দ্যোপাধ্যায়

অস্তমান প্রতুষ্যার অপসৃয়মান
বিদায়ী মূহুর্ত্তের ঐশ্বর্য
নিঃশব্দে সংকোচন ঘটায়
ভূমার ্যপ্তিকে-

সীমিত অন্তর্দৃষ্টির সচেতন লুব্ধতা
সরলরেখায় বিদ্যমান
আবশ্যক আলোকবর্ষের
কোলাহলহীন স্বাচ্ছন্দ্য
ছান্দিক বৃত্তে ঘুর্ণায়মান

লঘিষ্ট অনুভবে অন্তহীন
তিরস্কার শুধুই অঘোমর্ষনে


কবিতা৩
স্মৃতি
সুজাতা বন্দ্যোপাধ্যায়

Time marches on but 
Memories stays,
Torturing silently the rest 
Of our days....টেনিসন

আমি হলাম বর্ষা তুই হলি আকাশ
ছাতায় ছড়ায় রোদ বৃষ্টি আলো
বাতাসে মোড়ানো সম্পর্ক যদি না চাস
দ্বিধাহীন হয়ে স্মৃতিতে থাকাই ভালো

সময় চলে নীরবে স্মৃতির কোলে
শৈশব ভাঙে যৌবনের উচ্ছ্বাসে
বেদনা ভরা অন্তর যেন ঢলে
কষ্ট শুধু জীবনের নিঃশ্বাসে







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন