রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

স্নেহাংশু বিকাশ দাস


পারাপার

স্নেহাংশু বিকাশ দাস

তুমিও অতিক্রম করেছ শেকড়ের টান….
নিঃশব্দে ছুঁতে দিলে তুমুল বন্ধুতা
অভুক্ত নদীতে দাগ রেখে চলে গেল
দেশান্তরী চাঁদ, দ্বিধাবিভক্ত সময়
পায়ে পায়ে নিজস্ব বৃত্তে গিয়ে
ছড়িয়ে দিল কুশল বিনিময়….
ধরে নাও আছি, এসবের মধ্যেই আছি,
আকাশমণির পাতার আড়ালে মফস্বল,
শিশিরশব্দ, আটকে আছে সুর,
আলস্য মুছে দেয় শ্মশানভূমি….
শশ্যের ঘ্রাণে দেখ নাওহীন পারাপার….

 বিষাদ নামের এক দিন


সারাদিনের একলা আকাশ
স্মৃতিজল টান
সহনমাত্রা পেরোয়
শহুরে বাউল
পড়ে থাকে খোলা ছাদ
অচেনা ধুলো
উদাসীন বৃষ্টিধারায়
নৌকো ভাসে
ইতিবাচক ঋতুজন্ম বুকে…
দৃশ্যতঃ তোমার শরীর
ঝাপসা বিকেল থেকে
সন্ধ্যের দিকে হেঁটে যায়
তীব্র চুম্বন
নাছোড় বিষগ্রহ ছুঁয়ে….
এই ক্লান্তদিন তোমার
তুমুল গুচ্ছবাঁকে
সাজিয়ে রাখে
দুর্বোধ্য ছুরি-
নির্ভুল নদীটানও….
চোরাস্রোতে ভাসে
পুরনো শরীর
আর
অভিমানি বলিরেখা….
এখন অন্ধ পাখিটি
সাম-গান শোনে

আঁধার

ঋতুর গুঞ্জনে নুয়ে আছে অভিমান
নদীর শীতল টানে – কারা যেন
নৌকো ভাসায়, মায়াবী নেশার মতো
বিষাদ ক্রমশ ঝরে পড়ে উন্মুক্ত
নাভির ভেতরে।মাঝখানে স্মৃতি এক
মগ্ন সান্ধ্য ভাষায় ডানা মেলে, ভিজে যায়,
বুকের গহ্বরে জন্ম দেয় একান্ত আঁধার….









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন