রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

দেবাশিস কোনার


রঙ্গ ভরা জন্মভূমি

পায়ের নিচে নামিয়ে দিলেও কিছুতেই চলে যাব না
ছেড়ে যেতে পারব না জন্মভূমি ।কেননা আমি তো জানি
মা এবং জন্মভূমি একে অপরের দোসর। ছলে বলে 
হয়তো কৌশলে ছিন্ন করে দিয়ে বিচ্ছিন্ন করবে
আমি পুরাতন ইতিহাস ঘেঁটে তুলে আনব সুদৃশ্য যাতনা

আমি তুষের আগুন জ্বালিয়ে ধিকি ধিকি চুল্লির ভিতর
তোমাদের কুয়াশা বানাব । চাঁদের গায়ে ভাসিয়ে দেব 
মনিমহেসের ভোগ আর নিশ্চল ভদ্রলোক স্যার তখন
তপস্যা করবে চন্দ্রভাগায়।

কোন কাগজের আশায় ভাসে কোন পুতুলের নৌকা
কেউ কি জানে ? রোদের মধ্যে হাঁটছে সময় - - -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন