রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

রুমা ঢ্যাং অধিকারী


সমূহ-সংহতি



(১)
মুঠো মুঠো প্রভাতি ভালো থাকা
    বেলার সমীকরণের প্রচেষ্টায় পাগড়ি নামাতে থাকে
আর ঘুণপোকা খেয়ে যায় কাঠ-পুতুল
মনুসংহিতার কপিরাইট হতে হতে কারা যেন
                বেলুন হয়ে যেতে থাকে

পাথরের ঠুকে আগুন সেজে ওঠে
এবং পাথর দেখে ঢলে পড়ে হাঁটু
    
(২)
বায়ু ক্রমশ নীল 
এবং  দরজাকবাট শিথিল হলে
      জলোচ্ছাসে ভিজে যায় রোদসী সড়ক
স্মৃতি থেকে বিস্মৃত হতে 
                      পানপাতায় আবিষ্ট ছিলাম
  বরফ হচ্ছিল সিঁড়ি ধোওয়া জল
আর ভাত কাপড়ের দায়িত্বে 
                       চর্বিত হয় ভোরের ফুল


(৩)
ভাত-ঘুমের সুখে কোন সর্বনামের অস্তিত্বে
               একটা উডপেন্সিল খুব সচল
সেসব স্কেচ রঙিন হবার আগে  
        ছায়া কখনও কখনও পরাগ হয়
আর গাছ ও নৌকার পাশাপাশি হেঁটে পার হয় 
                           কিছু শ্বাপদ-দল
কাঁকড়ার গর্তে তাদের আয়না ভাঙ্গে
  এসব রক্ত সম্পর্কিত শোক দিয়েই ছাপা হয়
        নিত্যকালের ঠোঙার কাগজ
 
ক্রমশ একের পিঠে ঢেউ চাপছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন