#নারী জীবন#
নারী তোর জন্মটাই অন্যের ইচ্ছায়,
কেউ চায়,আবার কেউ তোকে চায় না,
কেউ করে তোকে সাদরে গ্রহণ,
কেউ করে অবহেলায় বর্জন,
অথচ সেই নারী গর্ভেই তোর জন্ম।
যে ঘরে জন্ম হলো,
সেই তোকে বিদায় দিলো,
সারাজীবন থেকে গেলি,
নিজের সব কিছু ভুলে।
ছোট থেকে বড় হলি,
পরের ঘরে চলে গেলি,
নিজের ভাবনা,ইচ্ছা গুলোকে
অবহেলায় ফেলে রেখে গেলি।
যারা তোকে জন্ম দিল,
তারাই আজ তোর পর,
তোর ওপর অধিকার ফলায়,
অন্য আর এক ঘর।
বড় হলি যাদের কোলে,
ঋণ শোধ করলি মুঠো চালে,
কান্না-কাটির পালা শেষে,দুঃখ বেদনা সব ভুলে
বিদায় হলি হাসি মুখে।
পরের বাড়ি গিয়ে নারী,
বললি এটাই আমার নিজের বাড়ি,
যাদের তরে বললি এসব,
তারা কি তোকে করলো আপন??
আপন,পর ভাবতে ,ভাবতে
কখনও সুখে,কখনও দুঃখে,
হাসি-কান্নাকে সাথী করে,
ভালোবেসে কাছে টেনে,
মনের মানুষের সাথে হাতে হাতটি ধরে কাটিয়ে দেয় সারাটা জীবন
এটাই নারীর জীবন!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন