অণুগল্প
---------
মধুমিতা ঘোষ
বেঁচে উঠি প্রত্যহ অবরা পৃথিবী যাপনে ।
একের পাশে কাঙ্খিত শুন্য স্থাপনে ।
জীবন হোক বা মরণ -
বৃত্ত দিয়েই তো দিকেরা ঘেরা ।
রাগ -অনুরাগের কথারা নির্লিপ্ততার আগুনে পুড়ে-
সুখ-দুঃখের চক্রে মনের ভিতর ইচ্ছে দিয়ে বেঁড়া বাঁধে রোজ ।
গভীর আশ্লেষে সঠিক সীমাও টেনে নেয় দিনলিপির নির্মাণে ।
হিসেবের মুখর গহ্বরে শক্ত মাটি চাপা দিয়ে -
প্রয়োজনে বিয়োগকে অশেষ রূপে আপন করে নিয়েই,
যোগের অঙ্গীকারে অংশুপথে এগিয়ে চলি ।
মগ্ন সুখের কোনো বহুবচন হয় না ।
প্রশ্নের মিথ্যে প্রশ্নপত্রে কখনো উত্তর ও লেখা যায় না ।
শুন্য দিয়ে যদি সাদাকালো রাতের আলোছায়াকে ভাগ করা যায় -
ভগ্নাংশে থেকে যাবে সোঁদা গন্ধের অনাবিল মায়া আর অসম্পূর্ণতার কান্না ।
শশ্মানের দর্পনে রাখা মৃত্যুছায়ার রেশকে মরানদীর দাগে বিহগী উপমহাদেশে পাঠিয়ে-
সময়ের আগ্রহেই আত্মলাঞ্ছনার স্মৃতিকথা থেকে সরে গিয়ে -
শুন্য থেকেই জীবনের মানেটা খুঁজতে শুরু করেছি মনশিকড়ের ঠিকানায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন