রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

আলো বসু

                          


চোখ
সবরং সম্মেলনে যাও, দেখাকে দর্শন করাও  
পুজো দাও ঈশ্বরের তেত্রিশ কোটি মুদ্রায়,ঘরে
তোলো নিখুঁত বাঁকের আলপনা  
দূরে যাও, কাছে থাকো, কোন অ্যাঙ্গেলেই ফোকাস
নড়ে না যেন , প্রাথমিক শর্ত 
দূরের ল্যান্ডস্কেপে আলো চাই  
ক্লোজ আপে রাখো সূর্যমুখী হাসি, লং শটে বহুতলে
চাপা পড়া শেষ বিকেলের বিষণ্নতা 
প্রবাহ তুলছে দেখো পাথরে প্রজাপতি 
শরত আকাশে মেলো চোখ , ফেলো বানের জলে,
 দেখো ভেসে যায় আদরের আরশি নগর
কনট্রাস্ট বাড়াও
প্রদীপ ও নিচের অন্ধকার  , বিষ ও বিশ্লেষের দুই
পার ঘরে নাও
মিথ্যার চকমকিতে চর্চিত কেতাদুরস্ত সেলফি 
নিজের দিকে তাকিয়ে নিজেই হাসো 
তোমার কী মনে পড়ে প্রচ্ছদ দেখে বই চিনতে না 
পারার সেই প্রবাদ? 
পৃথিবীকে অন্তত সততায় গাঁথো লেন্সের শেষ বিন্দু
পাত করে
এমন যেন না হয় পোজগুলো গুছিয়ে তোলাপাড়া
 হলো না বলে পৃথিবীর ইতিহাসটাই ঘেঁটে গেল৷ 























I

















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন