শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

সুপম রায় (সবুজ বাসিন্দা)

                   



আজ সকাল থেকে

 


আজ সকাল থেকে -

যে সমস্ত ফুলের সুবাস এসেছে

তার মধ্যে তোমার সেই সুবাস নেই,

যা যা আনন্দের খবর এসেছে

তার মধ্যে তোমার হাসিমুখটা নেই।


যতগুলো পাখি উড়েছে,

দিগন্ত পেরিয়ে হারিয়েছে 

তোমার আপাতকালীন দৃষ্টি

তার মধ্যে একটিও আমার পোষা পাখি নেই।

যতজন ফেরিওয়ালা সারা শহরের 

অলিগলি ঘুরে বেরিয়েছে

অথচ কোনও কিছুই বিক্রি করতে পারল না

তাদের কাছে আমার বাড়ির ঠিকানা নেই।


আজ সকাল থেকে -

যে সমস্ত বিপ্লব-মিছিলের চিৎকার শুনেছি

সেখানে তোমার কন্ঠস্বর নেই,

যে সমস্ত দেওয়াল লিখনের ছবি দেখেছি

সেখানে তোমার নামে কিছু লেখা নেই।


সম্পর্ক বিচ্ছেদের খাতায় যতজনের নাম উঠেছে

তাদের মধ্যে তুমি-আমি নেই,

যতগুলো মৃত্যুর খবর এসেছে

তার মধ্যে তোমার-আমার শরীর নেই।


আজ সকাল থেকে 

দুজনের অনুভূতিটুকু ছাড়া কিছু নেই,

জীবন ছাড়া কিছু নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন