শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

অনির্বাণ দাশ

            




বুদ্ধদেব
------------- 
বন পথে মাধুকরী কোয়েলের কাছে
বাঁকানো পাইপ আছে ধূম্র ওষ্ঠাধর
কাঁধে ঝোলে সেল্ফলোডিং ও বাইনোকুলার 
গান গুঞ্জরণ মৃদু প্রাণে তাঁর বাজে। 

একা চলে যান তিনি ডহর ডুলুং
সুজাতা পায়েসে আনে রমণীর মন
মোরগের রোস্ট ঘ্রাণে থামে না চলন।। 



আগুন
------------

ঘোর অন্ধকার থেকে আগুন উৎসব 
রোশনারা।। 
অমানিশা কোথায় মিলালো
গুহাগুলো ক্রমে ক্রমে হাইরাইজ হলো
আরো আলো।
আরো দূরে ক্ষীণ শিবারব।।

কাছে এসে ঘন হলে তবে তো উত্তাপ
অগ্নিসাক্ষী বিবাহও পুড়ে যায় দেখি
কখন আগুন হবো চিতাকাঠে শব... 


পরিণতি 
-------------

গাছ কাটার রক্তে ভেসে গেছে বীথি
ধোঁয়া ছেড়ে উনুনেরা আনপথে
বাঁশিতে ফুঁ দিয়ে রাধা নয় 
                              জগঝম্প ডিজে। 

পড়ে থাকা শিউলি তুলে 
রেখেছিলাম লেখার খাতার উপরে

বেলাশেষে 
ফুল নয় লেখাগুলো শুকিয়ে ঝরেছে
'ভা' নেই 'ল' নেই শুধু 'বাসা' বেঁধে আছে।।
---------------------------------------------------------
---------------------------------------------------------





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন