শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

হরিৎ বন্দ্যোপাধ্যায়

              



পৃথিবীর শেষ বিন্দু

------------------




জানলা দিয়ে দেখলাম

রাত একটা দুটো তিনটে চারটে পায়ে দাঁড়িয়ে আছে

সময় গেলে পায়ের সংখ্যা আরও বাড়বে বলে মনে হয়

আসলে রাস্তা দিয়ে যারাই যাচ্ছে

প্রত্যেকেই একটা করে পা রাতের গায়ে বসিয়ে যাচ্ছে

একটা একটা করে বন্ধ হচ্ছে দরজা জানলা

নিজের অন্ধকারেও তারা বেশ ডুবে

সবাই চারদেওয়াল পড়ে আর

ঘরে বাইরে অন্ধকারকে মিলিয়ে দিতে চায়


প্রাচীন ঠাকুমা জল চাইল আর

তৃষ্ণার্ত বাক্যবন্ধটা চারদেওয়ালে ঠোক্কর খেতে খেতে

ছাদের দেওয়াল ফাটিয়ে রাস্তা দিয়ে গড়িয়ে চলল


লক্ষ লক্ষ বাড়ির ছাদ বিস্ফোরণে উড়ে যাচ্ছে

আর পৃথিবীর কোটি কোটি রাস্তা অলিগলি দিয়ে

ধেয়ে আসছে পাহাড়ী শক্তিতে তৃষ্ণার স্রোত

পা রাখার জায়গা নেই

পৃথিবীর শেষ বিন্দুটাও 

এইমাত্র মহামিছিলে হারিয়ে গেল। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন