শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

দেবাশিস সাহা

                  



পারসেপশান


গভীর জঙ্গলে হারিয়ে যায় একটি ছেলে

ছুটতে থাকে খালি এদিক ওদিক

অন্ধকারকে ওর ভয় করে।


একফোঁটা আলো চকিতে চোখে পড়ে।

এত অন্ধকারে সূচাগ্র নিশানা যেন,

ছেলেটি বাঁচার স্বপ্ন দেখে আবার-

যত ছোটে, আলো তত বড় হতে থাকে 

আরো ছোটে, আলোর আরও কাছে যায়


হঠাৎ আলোর সমুদ্রে ঝাঁপ দেয়--

                                    ভাসতে থাকে-

পঁচিশ বছর এভাবেই ভেসে ছিল ছেলেটি।

একটা দারুন কবিতা ওকে ফিরিয়ে দিয়েছিল 

অন্ধকারের কাছে। কালোর কাছে।

এত আলো ওর ভাল্লাগে না !


সম্প্রতি কবিতা উৎসব থেকে ফিরে

          জ্বালিয়ে দিয়েছিল সব পাণ্ডুলিপি।

দাউদাউ করে।


মূল্যহীন হবে সব- নিষ্পাপ কনফেশান।



বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত



পরিপাটি করে খাওয়ালাম আপনাকে।

খুঁটে খুঁটে এনেছিলাম শস্য দানা

             আরও কতো মশলার সমাহার-

চেটেপুটে খেলেন আপনি।


থালা ফেরৎ নেওয়ার সময় হয়েছে।  জানি

জানি এই মুখচোরা

           পেট-ভরার খবর নিতে ভুলে গেছে।

ভালো মন্দ বলে যাবেন আপনি।





ত্রিবেণী সঙ্গম

 


মনোযুদ্ধে হার মেনে যাই রোজ

                               নিত্যকালের সকাল-সন্ধ্যে,

কারা যেন শাসিয়ে চলে অহরহ- 


কল্মিলতার মতো বেঁকে যায় শিরদাঁড়া

ভালো-মন্দ'র ত্রিবেণী সঙ্গম জুড়ে থাকে সততা।

ওলট-পালট হয়ে ওঠে পাপ-পূণ্য'র অস্ত্র 


এতো করেও মন পাখি খুশি হয় না,

মেলে না বাস্তু-বিবাহ শাস্ত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন