শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

কেকা মল্লিক

               



ধর্ম



চিনতে চেয়েছিলাম তোমায় 

তাই বিছিয়ে গোলাপ, আলাপ দিলাম জুড়ে,

 বললাম আজ থেকে ভালোবাসাই ধর্ম।


তুমি তখন ধর্ম কি,বোঝাতে এলে। 

ধর্ম! সে তো মানবিকতার সর্বনাম, 

পেটে আগুন জ্বললে ভাত, শিশুর মুখে শুকনো স্তন। মাতৃত্ব জীবনের ধর্ম।


আমি শরীর  বাদ দিয়ে কাঁখে অনাথের ছবি দেখে কঁকিয়ে উঠেছিলাম।

যদি এই রাতে জন্ম নেয় রক্তবীজ!


যৌনতা আর আতঙ্ক,দুয়ের গন্ধ বড় আদিম

থাক; চলো পাশ ফিরে শুই, স্বপ্নে আসুক স্বাধীন শিশুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন