শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

অরিজিৎ বাগচী

         




ফুল আর অপেক্ষা 



মুদে থাকা চোখের অপেক্ষা গুলো 

চাঁদের ফুসমন্তরে রজনীগন্ধা হয়ে ফুটেছে ।


এই যে জন্মলগ্ন , মৃত্যুলগ্ন 

এ সমস্ত কিছুই খিদের আগে বা পরে লেখা হয়


আয়নার গভীরে যে সিঁড়িঘর 

সোজা নেমে গেলে দেখা যাবে ,গঙ্গা মাটি দিয়ে সবার জন্য একটি করে উনুনু তৈরি করা আছে । 


যেখানে পুড়ে গেছে সমস্ত লাল পতকা 

লাল গোলাপ লাল শাড়ি , 


আমার অন্ধকারে খুব ভয়, আলো নিভে গেলে

বুকে একটা চাঁদ বসিয়ে যেও প্রিয়তমা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন