রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

মৃন্ময় চক্রবর্তী

                      


মিতালি সংবাদ    

চুপ চুপ করে কী আনন্দে বৃষ্টি পড়ছে কলাবতী গাছে।
খোলা জানালার ভেতরে পুলকিত আলোর চোখ বুজে আসছে অন্ধকারে।
যাদব মাস্টার ঢেঁকির শব্দ তুলছে কাঠে, কোঁচ কোঁচ মোহন মোহন।
মিতালির মন তখনও জবার মতো গয়নার স্বপ্নে, মওকায় !

মাস্টারের পুঁথির গাঁটরি থেকে অস্পষ্ট সংলাপ ভেসে যাচ্ছে
মৈত্রেয়ী বলছেন, যে ধন অমরত্ব দেয় না তা লইয়া আমি কী করিব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন