শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

তনুশ্রী দেবনাথ‌

              



 বিষপাত্র.....


      সময়ের সরণী ধরে চলতে চলতে হাতে তুলে নিই অবহেলার বিষপাত্র, জীবনের বোধহয় নির্দিষ্ট কোন কক্ষপথ থাকে না। মর্জিমাফিক চলা নিয়ম বিরুদ্ধ, অন্যের মতিগতি বুঝে ভাসিয়ে দিতে হয় মান্দাস। চাহিদা যত সামান্যই হোক , না পাওয়ার যন্ত্রণায় মুখ ঢাকে পড়ন্ত যৌবন। নিক্তিতে মেপে কি জীবন চলে? তার চেয়ে ঢের ভালো ইচ্ছা মৃত্যু , দয়া ভিক্ষা বড় বেশি লজ্জাজনক। বাগান ভর্তি ফুল ফুটলে যেমন ভ্রমরের ওড়াউড়ি টের পাওয়া যায়, ঠিক তেমনি পাতা ঝরার দিনে বাজে বিষাদের স্বরলিপি। কুয়াশা জমতে জমতে ধূসর শীত ভোর খোঁজে সূর্যের রং। আচ্ছন্ন দুচোখে বাষ্প জমতে জমতে কখন যেন নদী হয়ে যায়।।


                     


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন