রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

সম্পাদকীয়

                      






জানি এপথের শেষে নেই কোন দিন 


অপেক্ষার শীতকাল ক্রমশ দীর্ঘ হতে হতে বীজ থেকে চারা গাছ হয়

এ স্রোতে যে ভাবে যুবক মাতাল হয় 

পুরানো বারান্দা , ব্যালকনি তাদের মনে রাখে না 

 ভুলে যেতে হয় প্রাত্যহিকতার মাঝে 

উষ্ণ অভ্যর্থনায় 

সরষে'র ক্ষেতে হলুদ ফুলে মিশে বেদনার দানা 
রক্তিম নিঃশ্বাসে মেশে
এভাবে সজনে গাছে'র জন্ম হয় 

সজনে ফুল বলে যাকে জানো সে  আসলে 
ব্যর্থতার নিষেকের অন্তিম অবস্থান



শীতকাল  মানেই হাজারো শব্দ ঘোরা ফেরা করে পৌষের ব্যালকনিতে।খুঁজেনি  অসমাপ্ত কুয়াশা ,যা ঢেকে দেয় স্বপ্নের আঁচল৷ বহুদিন পর শীত উপভোগ করলাম নরম চাদরে ৷ বয়স বাড়ছে মনের ৷ সাথে কলমের৷ কলম আর আগের মত শক্তিশালী নয়৷ ঋণ বেড়ে চলছে সংলাপের৷ আমাদের মধ্যে যা রয়ে গেছে তা কি আদৌ পরিশোধযোগ্য ? কত সম্পর্ক দূরে চলে যায় কত কাছের হয় ৷ মূল্যায়ন হয় না কোন কিছুর ৷কতটুকুই বা আমরা পারি৷ ক্ষমতা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাবে ৷  চিহ্ন খুঁজে নেবে পরিসর যা কখনো হবে  না গতিশীল । আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখা  পাওয়া যায় না বা আমরা চাইও না ৷

ডিসেম্বর আসলেই  খেজুর গুড় ,মোয়া ইত্যাদি ইত্যাদি কথা মনে পড়ে ৷সাথে মেলা ৷ লিটিল ম্যাগাজিন মেলা ,বইমেলা । এই ডিসেম্বরে সৃজন ছয়  বছর অতিক্রম করল ৷ প্রথম দিন থেকে যাদের আমরা পাশে পেয়েছি তাদের কাছে কৃতজ্ঞতা অসংখ্য ৷ 


শীত মানেই পূর্ণতা। পরিতৃপ্তি। ব্যর্থতার প্রলেপ ঢেকে যায় বরফের চাদরে ৷উষ্ণতার অন্বেষণ চলে অহরহ। আর উষ্ণতার কথা উঠলেই কবিতার কথা মনে পড়ে যায়৷ সম্প্রতি কবিতা খুঁজতে গেছি তিস্তার কাছে ৷ দু চোখ ভরে দেখেছি৷ সত্যই হিমালয়ের কন্যা। এত রূপ এত সৌন্দর্য্য ৷ বড় ঈর্ষণীয়। কিন্তু সেও ফিরিয়ে দিয়েছে৷ জানা নেই কখনও ফিরবে কিনা! কিন্তু বইমেলা সংখ্যা আসবেই। প্রতি বছর বইমেলার পূর্বে "আমার সৃজন " মুদ্রিত সংখ্যা প্রকাশ পায়৷ কিন্তু এ বছর তা সম্ভব হয়নি। আমাদের যৌনতা সংখ্যা শারদ সংখ্যা আকারে প্রকাশ পেয়েছে৷ তাই " বইমেলা সংখ্যা " অনলাইনে প্রকাশ ৷ নতুন বছর সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

সম্পাদক ও প্রকাশক
সৃজন ও সৃ প্রকাশন
পারমিতা চক্রবর্ত্তী
যোগাযোগের ঠিকানা - ২৩ ,বিপিন গাঙ্গুলী রোড ,কলি - ৭০০০৩o 
আমার wp নম্বর
9432756917

অলংকরণ : দীপন বোস

৪টি মন্তব্য:

  1. সুন্দর প্রচ্ছদ। খুব ভালো লাগলো।সম্পাদকীয় মন কাড়লো। শুভেচ্ছা অফুরান।

    উত্তরমুছুন
  2. সুন্দর প্রচ্ছদ। খুব ভালো লাগলো।সম্পাদকীয় মন কাড়লো। শুভেচ্ছা অফুরান। -পাপিয়া

    উত্তরমুছুন
  3. এই রকম সুন্দর এবং সম্ভাবনাময় শীতের মাসগুলোতেও কামড় বসালো কোভিড রাক্ষস।
    কী যে অসহ্য লাগছে।
    তার মধ্যে একনিষ্ঠ ভাবে পত্রিকার কাজ করে বইমেলা সংখ্যা পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য পত্রিকা এবং সম্পাদককে ধন্যবাদ।

    উত্তরমুছুন
  4. ভালো লাগল সম্পাদকীয়... প্রচ্ছদটিও সুন্দর।শুভেচ্ছা প্রিয় সৃজন।

    উত্তরমুছুন