শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

নিলয় নন্দী

                 



বলো, নেবে তো আমায়? 



বহুদিন বৃষ্টি নেই

লুকোনো সেতার থেকে ঝরে পড়ে হিম 

"এইসব কথা এখন বলার মানে কী? "

আবহাওয়ার পূর্বাভাস ছিল না, বলা হয়নি তাই

বৃষ্টি হলে ভেসে যাওয়ার কথা ছিল

দু চোখ ভরা জ্যোৎস্না বা ঝড় তুফান

প্রাচীন প্লাটফর্ম তীক্ষ্ণ হুইসল ভিজে একশা 

কাপড়জামায় লাবণ্য, তুমিই লাবণ্য 


পূর্বকথনে শীত সুপর্ণা অসমাপ্ত চিঠি আরো কত কী

সেসব সিলিং থেকে খসা প্লাস্টারের মত ঝুলে পড়ে

কবিতা শেষের বা শুরুর, সংলাপ অপর্যাপ্ত।

এখন বলে কী লাভ!  


বাদল মেঘে পাখিরা কেমন ভেসে যেতে পারে

দেখতে দেখতে আমি বোবা হয়ে যাই

আর তুমি মৌসুমী ভৌমিক... 


লাবণ্য নীল সমুদ্র স্নান আবার যেদিন তুমি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন