শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

দীপা সরকার

                    



কবিতারা শূন্য



আমার আকাশে অনেক কালির ছিটা লেগেছে,

অথচ আমার কবিতা শূন্য।

বোবা আকাশ , আমার আধপোড়া মনের দিকে

তাকিয়ে তাকিয়ে ফোঁপায়।

এক থালা কালি টলমল টলমল করে ,

দোয়াত চেয়ে থাকে আমার কবিতার পাতায়,

জীবন শেষ রায় দিয়েই, ঝর্নার নিপ ভেঙে দিয়েছে।

তাই আমার কবিতার গায়ে শূন্য লিখি।

আমার আকাশে অনেক কালির ছিটা লেগেছে।

আমি আজ শুধু কবিতা আগলে রাখি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন